Skip to main content

Posts

আলী হোসেন। নতুন লেখা

অনুচ্চারিত উচ্চারণ : আপনাকে স্বাগত

 অনুচ্চারিত উচ্চারণ - এ আপনাকে স্বাগত।

বাংলা, বাঙালি ও বাংলার সংস্কৃতি : সংকট ও সমাধান

বাঙালিকে আজ এই ধরণের শিরোনামের সামনাসামনি হতে হচ্ছে কেন? তাহলে কি বাঙালি তার নিজস্ব সত্ত্বাকে হারিয়ে ফেলছে। যদি তাই হয়, তবে তা সংকটের পূর্বাভাষ। এই সংকট থেকে বেরোতে হবে? আমি বলব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কাজটা খানিকটা হলেও কঠিন। কারণ, বাঙালি তার নিজস্ব লোক উৎসবগুলি বহু বছর ধরে একটু একটু করে ভুলতে শুরু করেছে, যা এখন আরও ব্যাপকতা লাভ করছে। বাঙালি মূলত দুইভাগে ভাগ হয়ে গেছে ধর্মীয় সংস্কৃতির মোড়কে। একদিকে দুর্গোৎসব এবং অন্যদিকে ঈদ যার কোনাটাই বাঙালির নিজস্ব নয়। সমস্যা হচ্ছে আমরা যারা বাঙালি, তার একটা অংশ দুর্গোৎসবকে নিজের ভাবতে পারছিনা, অন্য অংশ ঈদকে নয়। এখানকার বাঙালীর বড় অংশ দুর্গোৎসবকে বাঙালির উৎসব বলে দাবী করে, আর ওপারের বড় অংশ ঈদকে। তাহলে প্রশ্ন ওঠে বাঙালি জাতিসত্তা কী বিলুপ্তির পথে? আমার পর্যবেক্ষণ খানিকটা তা-ই। আমরা সবাই নিজেকে বাঙালি বলে দাবি করি, অথচ ঈদ ও দুর্গোৎসবকে একসঙ্গে নিজের বলে ভাবতে পারিনা। উগ্র ধর্মীয় ভাবাবেগ আমাদেরকে সদা বিচ্ছিন্ন করতে ব্যস্ত। আর আমরা অন্ধের মত তাকে অনুসরণ করছি। অন্যদিকে আমরা ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদের জন্য একটি সর্বজনগ্রাহ্য উৎস...